নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার মুদাফরগঞ্জের সংবাদপত্র এজেন্ট মালিক আবুল কালাম মোল্লার পিতা মতিউর রহমান মোল্লা (৯০) গত শুক্রবার রাত আড়াইটায কুমিল্লা সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। গতকাল শনিবার দুপুর আড়াইটায় কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর মোল্লা বাড়িতে বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযা পূর্বে বক্তব্য রাখেন-ছারছীনা আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মোস্তফা হামিদী, বাঙ্গড্ডা কৃষি ব্যাংক ব্যবস্থাপক আহছান মোল্লা, মাওলানা রমিজ উদ্দিন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।