মোহাম্মদ রিয়াদ হোসেন,সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামের মরহুম মাস্টার মোবারক হোসেনের প্রথম পুত্র মাস্টার নুর হোসেন ১৫ই জুলাই ঢাকার বারডেম হাসপাতালের আই.সি.ইউতে উন্নত চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া…..রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। কর্মজীবনে এই অদম্য মানুষটিকে পেঁছনে তাকাতে হয়নি। সকল পরিস্থিতেতে ধৈর্য ধরে আগামির পথে যাত্রা করতেন অবিরাম। তার মেধা ও মনন দিয়ে মানুষের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। তার এই মৃত্যুতে আমরা একজন জ্ঞানী, গুণী ও সফল উদ্যোগতাকে হারালাম। তার মৃত্যুর খবরে পুরো গ্রামের শোকের মাতন চলছে। মৃত্যুকালে তিনি ১মেয়ে ও ১ছেলে রেখে গেছেন। তার মেয়ে মোমারিজপুর সেকান্দর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে পিতার মত জ্ঞানের আলো বিতরন করে চলেছেন। মাস্টার নুর হোসেন কর্মজীবনে পাঁচগাছিয়া এ.জেড খান উচ্চ বিদ্যালয় এবং ফতেহপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আগামি ১৬ই জুলাই শনিবার সকাল ১০ঘটিকায় বগইড় তমিজ উদ্দিন পাটোয়ারী বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এই গুনী ব্যক্তির জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।