শ্যামনগরের বাদঘাটা পল্লীতে গলায় ফাঁস লাগিয়ে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত এক যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে শ্যামনগর উপজেলার মিরগাং গ্রামের সুনিল কৃষ্ণ মন্ডলের কন্যা সুজতা মন্ডল(২৬)।
সরজমিনে গিয়ে জানা যায়, আত্মহত্যার ঘটনায় নিহত সুজতা মন্ডল শ্যামনগর সদরের বাদঘাটা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র আফজানুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো এবং সাতক্ষীরাতে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়নরত ছিল। বাড়ির মালিক আফজানুর রহমানের মাতা জহূরা বেগম জানান, সুজতা দুপুরে বাজারে যায় তারপর বাসায় আসে। বাজার থেকে এসে ঘরে প্রবেশ করে। এরপর বিকাল আনুমানিক ৪ টার সময় একটা নাম্বার থেকে আমাকে কল করে সুজতা দাদা পরিচয় দিয়ে ওকে ডেকে দিতে বলে। আমি সুজতাকে অনেক ডাকাডাকি করলেও ও না শোনায় আমি বাড়ির বাইরে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসি। বাইরে থেকে লোকজন এসে সুজতাতে অনেক ডাকাডাকি করেও না শুনলে তারা দরজায় কয়েকবার ধাক্কা দিলে দরজা খুলে যায়। দরজা খুলতেই তারা সুজতার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শ্যামনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত শ্যামনগর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌছে। প্রাথমিক তদন্ত শেষে তিনি বলেন, এটি একটি অত্মহত্যার ঘটনা বলে ধরনা করা হচ্ছে। তবে সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর কারন জানা যাবে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ পুলিশ হেফাজতে শ্যামনগর থানায় নিয়ে যাওয়ার প্রস্তুততি চলছিল।