
নয়া আলো ডেস্কঃ- রাজধানীর শ্যামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গতবছরের (২০১৭ সালের) এসএসসির প্রশ্নপত্র দিয়ে চলতি বছরের এসএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা অতিবাহিত হওয়ার পর বিষয়টি শিক্ষার্থীদের নজরে আসলে তারা শিক্ষকদের চ্যালেঞ্জ করেন। পরে শিক্ষকরা ২০১৮ সালের প্রশ্নপত্র এনে দেন। এরমধ্যে একঘন্টা পার হলেও বিষয়টি শিক্ষক ও কতৃপর্ক্ষের নজরে না আসায় বিস্ময় প্রকাশ করেছে শিক্ষার্থী।
এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডু বিবার্তাকে জানান, স্কুল কমিটির সভাপতি হওয়া সত্বেও আমাকে কলেজ ইন্সেপেক্টর সালেকীন আহমেদ স্কুলে ঢুকতে দেয়নি। তিনি বিষয়টি সত্যতা স্বীকার এর জন্য কেন্দ্রসচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউর রহমানকে দায়ী করেন।
এদিকে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিউরের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।