শুধু শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নয় গোটা শিক্ষক সমাজকে লাঞ্ছিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
মাহবুবুর রহমান বলেন, শিক্ষকদের মর্যাদা অনেক উপরে। তাদের লাঞ্ছিত করা মানে জাতিকে অসম্মান করা। শিক্ষকদের যতোই লাঞ্ছিত করা হোক তারা শিক্ষকতা করবেন, তারা জ্ঞান বিলিয়েই দেবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সংসদ সদস্য শিক্ষকের সঙ্গে এমন আচরণ করেছে তার ওই পদ থাকা উচিত নয়। তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।
Please follow and like us: