ভাষা শহিদদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। বুধবার (২১ ফেব্রুয়ারি-২০২৪) কলেজ প্রশাসনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ ২০টি বিভাগের শিক্ষা কর্মকর্তা, ৯টি সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কর্মচারী কল্যাণ পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কলেজের ডিগ্রি শাখার কেন্দ্রীয় শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা শেষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আন্দোলন সংগ্রামের অগ্রভাগে সব সময় ভিক্টোরিয়া কলেজ ছিলো। ভাষা আন্দোলনে কুমিল্লার মাত্রা যোগ করেছিলো এ ভিক্টোরিয়া কলেজ। অধ্যাপক লায়লা নূর যার অনন্য উদাহরণ। আন্তর্জাতিক মাতৃভাষার রূপকার রফিকুল ইসলাম এ কলেজের ছাত্র। ভিক্টোরিয়া কলেজ তাকে সংবর্ধিত করেছিলো। চট্টগ্রাম বিভাগের প্রথম শহিদ মিনার এ ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় রয়েছে।
Please follow and like us: