অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক শামসুল হুদা।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান,দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা,দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের,রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন,মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন প্রমুখ।
এছাড়াও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,সালাম পরিবার,দাগনভূঁঞা ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।
অতিথিবৃন্দ ভাষা শহীদ সালাম প্রথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কাজের উদ্বোধন করেন।