শ্রমিকদের দাও সম্মান
রুমানা আক্তার রত্না
রোদ বৃষ্টিতে ঘাম ঝরিয়ে
শ্রমিক করে কাজ,
ন্যায্য পাওনা চায়তে গেলে
মালিক দেখায় ঝাঁজ।
বিপদ বাঁধা উপেক্ষা করে
শ্রম বিলায় সে রোজ,
তার মজুরি আটকে রেখে
মালিক নেয় না খোঁজ।
সবার শ্রমের বিনিময়ে আজ
নগর উঠেছে গড়ে,
সম্মানের খাতা শূন্য তবু
শ্রমিকের জীবন ধরে।
সব শ্রমিকের দরকার আছে
এ সমাজের মাঝে,
শ্রমের মূল্য মেপোনা কভু
টাকার ওজন দিয়ে।
শ্রমের মূল্য আসবে যেদিন
এ সমাজে ফিরে,
সব ভেদাভেদ মুছে গিয়ে
সম্প্রীতি উঠবে গড়ে।
শ্রমিকদের কর সম্মান যথাযথ
মর্যাদা কর দান,
ঘাম শুকানোর আগে মিটাও
পাওনা গুলো তার।
Please follow and like us: