১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন ও স্টপেজ চালুর দাবীতে মানবন্ধন




শ্রীপুরের ইজ্জতপুরে বন্ধ রেল স্টেশন ও স্টপেজ চালুর দাবীতে মানবন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৫ ২০১৮, ১২:৩২ | 853 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে বন্ধ ইজ্জতপুর রেল স্টেশন চালু ও ট্রেন স্টপেজের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে । শুক্রবার দুপুর ১২টায় ঢাকা ময়মনসিংহ রেল পথের ইজ্জতপুর রেল স্টেশেনে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিনের সভাপতিত্বে এলাকার ১০/১২ টি গ্রামের মানুষ একত্রিত হয়ে এ মানব বন্ধনে অংশগ্রহন করেন ।
সভাপতি মোঃ কমর উদ্দিন বলেন, রেল স্টেশন, ভবন, সংকেত খুঁটি সবকিছু থাকা সত্ত্বেও গত সাত বছর যাবত স্টেশনটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। রেল স্টেশনটি ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তিনটি লোকাল ট্রেনের যাত্রাবিরতি ছিল। বর্তমানে একটিরও নেই।
স্থানীয় ইজ্জতপুর এলাকার সিরাজুল ইসলাম বলেন, এলাকার গণ্যমান্য প্রায় চার’শ ব্যাক্তির স্বাক্ষর নিয়ে গত ২০১২ সনে রেলমন্ত্রীর কাছে স্টেশনটি পুনরায় চালু এবং ট্রেনের যাত্রাবিরতির আবেদন করা হয় । এরপর থেকে হবে হচ্ছে বলে নানা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। কিন্তু কোনো বাস্তবায়ন নেই।
ইজ্জতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইফতেখারুল ইসলাম রাজীব বলেন, আশপাশে আট কিলোমিটার এলাকা ঘুরে মূল সড়কগুলোতে উঠতে হয়। এলাকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল প্রকার সেবা নিতে ও দিতে চরম দুর্ভোগের মধ্যে জীবন অতিবাহিত করছে ইজ্জতপুরবাসী।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান নীহার বলেন, ইজ্জতপুর এলাকাটি দরিদ্র কিন্তু দ্রুত উন্নয়নশীল। এ এলাকার হাজার শিশু শিক্ষার্থী যোগাযোগ প্রতিকূল পরিবেশের মাধ্যমে বড় হয়ে উঠছে। এতে দেশের সার্বিক উন্নয় পরিস্থিতির সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়ছে। যোগাযোগ দুর্ভোগ লাঘবে পুনরায় স্টেশন চালু করা ও ট্রেনের যাত্রাবিরতির কোনো বিকল্প নেই।
মানববন্ধনে অংশ নেন স্থানীয় ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ সম্পাদক আনিসুর রহমান শেখ, সমাজসেবক দেলোয়ার হোসেনসহ এলাকার শতশত মানুষ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET