
গাজীপুরের শ্রীপুরে বায়ু গ্যাস প্লান্টের অরক্ষিত বর্জ্য গোবরের গর্তে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩১জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কেওয়া পশ্চিমখন্ড গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাজ্জাত (২) ওই গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সাজ্জাদ বেলা এগারোটার দিকে বাড়ির পাশে খেলা করছিলো। দুপুর বারোটার দিকে তাকে দেখতে পায়নি শিশুর মা। এবাড়ি ওবাড়ি খোঁজে ও সন্ধান পাননি সাজ্জাদের। এক পর্যায়ে পাড়া প্রতিবেশি সকলে খোঁজতে থাকে। আশ পাশের ঝোপ ঝাড়, বাথরুমের ট্রাংকি সহ সব খানে খোঁজে সাজ্জাদের সন্ধান করতে পারেননি। বেলা দুইটার দিকে প্রতিবেশী সুরুজ মিয়ার বায়ুগ্যাস প্লান্টের বর্জ্যরে গোবরের গর্তে খোঁজার সময় হঠাৎ সাজ্জাদের মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা ওই গর্ত থেকে মৃত অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার করে। সুরুজ মিয়ার বায়ু গ্যাস প্লান্টের ওই গর্ত অত্যন্ত ঝুঁকি পূর্ণ । তাকে বহুবার অরক্ষিক গর্তে বেড়া দেয়ার কখা বললেও তিনি তা কর্ণপাত করেননি।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহ জামান জানান, শিশু মৃত্যুর বিষয়ে কেও খবর দেয়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।