গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে অগ্নিকান্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ঘণ্টা খানেক চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, পাশাপাশি ঘরগুলো নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন স্থানীয় মো: কবির হোসেন। বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনতে পান। পরে ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। প্রথমে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আরো ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান বলেন, ভোর রাত ৪টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।