১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে আগুনে পুড়ল ১৪ বসতঘর

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৭ ২০২৪, ১৯:২৮ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার ভোর রাতে পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামে অগ্নিকান্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে প্রায় ঘণ্টা খানেক চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, পাশাপাশি ঘরগুলো নির্মাণ করে বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন স্থানীয় মো: কবির হোসেন। বুধবার দিবাগত ভোররাত ৪টার দিকে ঘুমের মধ্যে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনতে পান। পরে ছুটে বাইরে বেরিয়ে আগুন দেখতে পান। প্রথমে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা আরো ১৩টি ঘরে ছড়িয়ে পড়ে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ.টি.এম মাহমুদুল হাসান বলেন, ভোর রাত ৪টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিয়ন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে তিনি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET