গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলেনা আক্তার (২৫) সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লামার পাড়কুল গ্রামের আঃ রহমানের স্ত্রী। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শফিক সরকারের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত হেলেনার স্বামী আঃ রহমান জানান, স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে মুলাইদ এলাকায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার সকালে সে স্থানীয় তালহা স্পিনিং মিলে চাকরিতে যোগ দেয়। সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুত গতির কাভার্ডভ্যানটি তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।