৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শ্রীপুরে “কেমন শ্রীপুর চাই” শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত ।




শ্রীপুরে “কেমন শ্রীপুর চাই” শীর্ষক  মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৪, ১৯:০৪ | 631 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে বিশ্ব নদী দিবস ও পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার আয়োজনে পরিবেশগত ও বর্জ্য ব্যবস্থাপনায় “কেমন শ্রীপুর চাই” শীর্ষক আলোচনা সভা ও নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার২৮ সেপ্টেম্বর) বেলা এগারোটায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, স্কাউট সদস্য, রেড ক্রিসেন্ট সদস্য এবং সুশীল সমাজের মানুষদের অংশগ্রহনে এই কার্যক্রমটি চলে দুপুর পর্যন্ত ।
শিক্ষার্থীরা ও স্কাউট সদস্যরা প্রথমে তাদের মত করে শ্রীপুর সম্পর্কে তাদের চাওয়া এবং করনীয় সম্পর্কে লিখে।একজন টিম লীডার সেগুলোকে একীভূত করে সবার সামনে উপস্থাপন করে। এ বিষয়ে সুশীল সমাজ, সাহিত্যিক, লেখকরাও আলোচনায় অংশগ্রহন করে । তারপর মানুষের চাহিদার কথাগুলো একে একে তুলে আনেন তারা সবাই।
শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফি কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আহাম্মাদুল কবীর । তিনি বলেন আমরা কেমন শ্রীপুর চাই বলার আগে বলা প্রয়োজন আমাদের কেমন শ্রীপুর ছিলো । যেমন প্রাচুর্য ভরা শ্রীপুর আমরা দেখেছি তেমনটি ফিরিয়ে দিলেই আমরা আনন্দিত ।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রীপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আরাফাত শাকিল বলেন আপনারা যে প্রস্তাবনা ও কথাগুলো বলেছেন আমরা তা সবগুলো গুরুত্ব দিয়ে আলোচনায় আনবো এবং কাজ করার চেষ্টা করবো । তিনি এমন আয়োজনের জন্য বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
সভাপতির বক্তব্যে সাঈদ চৌধুরী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।তিনি বলেন আমাদের ভূগর্ভস্থ পানি রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, বন বাঁচাতে হবে আর এজন্য শিল্প মালিকদের সাথে নিয়ে আলোচনায় বসা প্রয়োজন ।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি রানা মাসুদ,নদী ও পরিবেশকর্মী খোরশেদ আলম,  কবি ও লেখক মেহেদী হাসান রনী, ছাত্র সমন্বয়ক রিফাত আহমেদ ও কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মোবারক হোসেন ।
বক্তারা অবৈধ বালু তোলা, নদী দখল ও নদী সংস্কার, দূষণ মুক্ত, দুর্গন্ধ মুক্ত ও অবৈধ দখলদার উচ্ছেদ,আগত নদীগুলোর মুখে সেন্ট্রাল ইটিপি নির্মাণ, যেখানে সেখানে বর্জ্য ফেলা বন্ধের দাবি জানিয়েছেন। অনুষ্ঠানের ভিন্নতা ছিলো কোনো প্লাস্টিক পণ্যের ব্যবহার না করা। অনুষ্ঠানে আবেদ আলী গার্লস স্কুল এ্যান্ড কলেজ এবং হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে ।
এ সময় শ্রীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র -ছাত্রীসহ শ্রীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET