গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-১ পোড়াবাড়ী শাখার সদস্যরা। রোববার দুপুরে র্যাব-১ পোড়াবাড়ী শাখার সহকারী পরিচালক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার চট্টগ্রাম মহানগরীর পাহারতলী এলাকা থেকে র্যাব-১ ও র্যাব-৭ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া (৪১) নড়াইল জেলার কালিয়া থানার ধসহাটি গ্রামের সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার জনৈক মোস্তফা মার্কেটে মোল্লা ফার্মেসি পরিচালনা করতেন।
নিহত রেহেনা খানম (২৬) গোপালগঞ্জ জেলার সদর উপজেলার চন্দ্র দিঘিলিয়া গ্রামের ইদ্রিস আলীর কন্যা। তিনি গ্রেফতারকৃত গোলাম কিবরিয়ার ২য় স্ত্রী ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুন সকালে শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকার মোল্লা ফার্মেসির ভেতরে গোলাম কিবরিয়া তার দ্বিতীয় স্ত্রী রেহেনা খানমকে মারধর করেন। এ ঘটনা রেহেনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ৭ জুন রাত ২টার দিকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ডিলিট করতে চাপ দেন গোলাম কিবরিয়া। এতে রেহেনা রাজি না হলে তাদের মধ্যে আবার ঝগড়া হয়। একপর্যায়ে গোলাম কিবরিয়া ধারালো বটি দিয়ে স্ত্রীকে জবাই করে। এরপর মরদেহ ফার্মেসির ভেতর রেখে পালিয়ে যায় স্বামী গোলাম কিবরিয়া।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, গলাকেটে হত্যার ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব ঘাতক স্বামীকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।