
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাতা বিতরন করেন গাজীপুর জেলা ছাত্রলীগ। বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ছাতা বিতরন করা হয়। আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের সৌজন্যে গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষে ছাতা বিতরণ করেন সুলতান সিরাজ। বৃষ্টির দিনে গরু চরানো রাখাল এবং মাদ্রাসাগামী ছোট্ট বাচ্চাদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।
ছাতা বিতরণ কর্মসূচী সম্পর্কে সুলতান সিরাজ বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের মাঝে প্রাণের ছাত্রলীগের গৌরব , ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়। করোনা প্রাদুর্ভাবের কারনে এ কর্মসূচিতে সীমিত সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Please follow and like us: