
গাজীপুরের শ্রীপুরে ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো ঝুঁলন্ত অবস্থায় এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাষ্টারবাড়ীর ভাড়া বাসা থেকে পুলিশ ঐ তরুণীর লাশ উদ্ধার করে।
নিহত তানজিলা আক্তার (১৮) গফরগাঁও উপজেলার পাগলা থানার গোয়ালবর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। সে গড়গড়িয়া মাষ্টার বাড়ি তার বোনের সাথে ভাড়া থেকে স্থানীয় মেঘনা নিট কম্পোজিট কারখানায় চাকরি করত।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কামরুল হাসান জানান, ঘরের আঁড়ার সাথে ঝুঁলন্ত অবস্থায় বুধবার রাতে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলেই ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হত্যা নাকি আত্মহত্যা।