
সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গলা ও হাত পায়ের রগ কাটা অবস্থায় বেগুণ ক্ষেত থেকে এক গুহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার বেলা ১১টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট এলাকার মোস্তফার বেগুণ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ জান্নাতুল আক্তার (২০) ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।
নিহতের বাবা আবুল হোসেন জানান, জান্নাতুল গত এক বছর আগে গলদাপাড়া গ্রামের আল-আমীনের সাথে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা ভালুকা উপজেলার স্কয়ার মাষ্টারবাড়ী এলাকায় ভাড়া থেকে স্থানীয় বাদশা টেক্সটাইলে কারখানায় চাকুরী করতো। গত রবিবার (৩০ ডিসেম্বর) জান্নাতুল তার কর্মস্থল থেকে বেড়াতে আসে। সোমবার সন্ধ্যায় তার স্বামী জান্নাতকে ফোন করে নিয়ে যায়। পরে আর সে বাড়িতে আসেনি। স্বামীর বাড়ী যাওয়ার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রবিবার (৬ জানুয়ারী) সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরছিট এলাকার মোস্তফা তার বেগুণ ক্ষেতে পানি দিতে গিয়ে লাশ দেখেতে পায়। পরে স্থানীয় লোকজনদেরকে লাশ পড়ে থাকার খবর জানায়। খবর পেয়ে বাবা আবুল হোসেন নিহতের লাশ দেখে তার মেয়ে জান্নাতের বলে স্থানীয়দের জানায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল সাকিব জানান, গৃহবধূর মুখমন্ডল শিয়ালে খেয়ে ফেলেছে। হাত-পা’য়ের রগ কাটা ও গলা জবাই করা অবস্থায় ছিল। ধারনা করা হচ্ছে গৃহবধূকে হত্যা করে রাতের আঁধারে লাশ বেগুণ ক্ষেতে ফেলে রাখা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।