২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে ছাত্রীকে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০১৮, ১৯:০৬ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর দশম শ্রেণির এক ছাত্রীকে ৪ঘন্টা অবরুদ্ধ করে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারর লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। অভিযোগ তদন্তে ৩সদস্যে কমিটি গঠন করেছেন নির্বাহী কর্মকর্তা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি বেলা ১১টার দিকে তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্কুলের কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে মারামারি করছিল। এ ঘটনার জন্য ওই ছাত্রীকে ক্লাস থেকে ডেকে নিয়ে যান বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মুনসুর মানিককে খবর দেওয়া হয়। প্রধান শিক্ষক এসে ছাত্রীকে তার নিজ কক্ষে ৪ঘন্টা আটকে রেখে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে প্রধান শিক্ষক আলী মুনসুর মানিক বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার জনান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তে ৩সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET