
শ্রীপুরের সোনাকর গ্ৰামের গুন্টিঘর এলাকায় ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সাড়ে চারটায় ঘটনাটি ঘটেছে।
জুবায়ের আহমেদ নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ওই যুবক ছাদে এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার চেষ্টা করছিল। হঠাৎ নিচে স্লিপারে পড়ে যান। এতে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে।
শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার হারুন-উর- রশিদ জানান, এই তথ্য রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
Please follow and like us: