১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে দুইদিন ব্যাপী বই মেলার উদ্বোধন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১০ ২০১৮, ১৮:৫৭ | 720 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয়বারের মতো উদ্বোধন হলো বই মেলা। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর শনিবার সকালে উপজেলার মাওনা উচ্চ বিদ্যালয় চত্তরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে একই স্থানে বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানেরও উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বিএ,মাওনা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সিরাজুল ইসলাম, শেখ আতাহার আলী, আ.জ.ম এনামুল হক, আব্দুল বাতেন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ বলেন, প্রতি বছর এমন আয়োজন করা হবে। আমার চাই শিক্ষার্থীদের ভেতরে বইয়ের প্রতি আগ্রহ জম্মাক। ২দিন ব্যপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় থাকছে ২০টি স্টল। থাকছে ছোটদের জন্য আলাদা স্টল। পাঠকদের সাথে সম্পর্কোন্নয়নে মেলায় প্রতিদিন উপস্থিত থাকবেন বিভিন্ন বইয়ের লেখক। ঐতিহ্যবাহী এই স্কুলটি শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে বইয়ের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক আরও গভীর করতে চায়।

বই মেলায় উদ্বোধনী দিনের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত হন বরেণ্য কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। প্রিয় এ লেখকের অটোগ্রাফসহ বই কিনতে ছাত্র-ছাত্রীদের ভীড় করতে দেখা যায়।

স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. হারুন অর রশিদ ফরিদ বলেন, গ্রাম এলাকা থেকে অনেকেই ঢাকায় অনুষ্ঠিত বই মেলায় যেতে পারে না। আমরা তাদের সেই সুযোগ থেকে বঞ্চিত রাখতে চাই না। স্কুলে বই মেলা অনুষ্ঠিত হওয়ার ফলে অনেক শিশুরা অসংখ্য বইয়ের ভীড়ে নিজের পছন্দমত বই কিনতে পারবে।

প্রধান অতিথির বক্ত্যবে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আমাকে কথা দাও “কখনো পরীক্ষায় নকল করবে না, কেউ বাল্য বিয়ে করবে না, সবাই মাদক থেকে দূরে থাকবে”। তিনি আরোও বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। আর বই মানুষের পরম বন্ধু । বই মানুষের জ্ঞানের প্রসার বৃদ্ধি ঘটায়। শিক্ষিত জাতি গঠনে বই মেলার ভূমিকা গুরুত্বপূর্ণ। সাধারণ পাঠকের পাশাপাশি শিক্ষার্থীরাও মেলায় এসে লেখা-পড়া এবং বই কেনায় উৎসাহ পাবে। বই মেলা শুধু বই প্রেমীই নয়, লেখক কবি-সাহিত্যিকদের একটি মিলন মেলার আয়োজন। এই আয়োজনের সঙ্গে এলাকার শিল্প সাহিত্য ও সংস্কৃতি জড়িয়ে থাকে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET