
গাজীপুরের শ্রীপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দ্বিতীয় দফায় আরোও ২৫টি ঘর ও জমির দলিল ২৫টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৩৪০ পরিবারকে ২শতক জমিসহ ঘর দিচ্ছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
রবিবার সকাল সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও জমির দলিল পরিবারগুলোর হাতে তুলে দেন। এর আগে, গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দেশের ৬৯ হাজার ৯শ ৪টি গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় শ্রীপুরেও ২০টি পরিবার পেয়েছিলেন প্রধানমন্ত্রীর এ উপহার।
পরে একই অনুষ্ঠানে এডিবির অর্থায়নে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন স্থানীয় সাংসদ।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সহকারী কমিশনার( ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুসহ প্রমুখ।