২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ,গ্রেপ্তার-১

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২১, ১৫:৫১ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। গত রবিবার উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আনোয়ার বেগম আনোর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ ।

ভুক্তভোগী নারী (১৯)সাতক্ষীরা জেলার উত্তর কাঠিয়া বৌ বাজার এলাকার বাসিন্দা। সোমবার শ্রীপুর থানায় চার জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ধর্ষিতা নারী।
অভিযুক্তরা হলেন, রাজবাড়ী জেলার সদর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামের কলিম উদ্দিন শেখের ছেলে সাগর শেখ (৩১), বাবু (৩২) পিতা মৃত আব্দুল আলিম, নাজমুল (৩০) পিতা আব্দুল করিম ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী আনোয়ার বেগম আনো (৪০)। ঐ নারী শ্রীপুর উপজেলার টেপির বাড়ি এলাকার নর্দান গার্মেন্টস পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নারী পোশাক শ্রমিকের সাথে কিছুদিন আগে সাগর মিয়ার পরিচয় হয়।  পরিচয়ের পর থেকে তাদের দুজনের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। এর ধারাবাহিকতায় রবিবার  ঘুরতে যাওয়ার কথা বলে মোবাইল ফোনে নারীকে ডেকে আনেন সাগর। সাগরের কথা মতো দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যান তারা। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পার্ক বন্ধ সেই বিষয়টি জানতেন না ঐ নারী। সাগর তার অসৎ উদ্দেশ্য হাসিল করতে স্থানীয় আনোয়ার বেগম আনোর বাড়িতে নিয়ে যায় ভুক্তভোগী নারীকে। এরপর একে একে তাঁর দুই বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করে সাথে থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়ে মেয়েটিকে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, অভিযুক্ত ধর্ষক সাগরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাজীপুরের শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET