
সাইফুল আলম সুমন,শ্রীপুর,গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ইকবাল হোসেন সবুজকে বিজয়ী করতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । শুক্রবার সন্ধ্যায় তেলিহাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ড মাটির মসজিদ সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
নুরুল আমীনের সভাপতিত্বে তেলিহাটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বাতেন সরকারের সমন্নয়ে, যুবলীগ নেতা কবির সরকার ও রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা লিয়াকত ফকির, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হায়দার আলী । এ সময় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে । ৩০ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে ইকবাল হোসেন সবুজকে বিজয়ী করে শ্রীপুরকে আধুনিক ও মানবিক উপ-শহর গড়ার লক্ষে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবন্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, তোফাজ্জ¦ল হোসেন এম.এ, প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন, এসএম আরফান আলী, আফসার মেম্বার, তারেকে হোসেন বাচ্চু মেম্বার, আব্দুল্লাহ আল মামুন, শাহীনুর আলম সহ প্রমুখ । অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনা ও দেশবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয় ।