
সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-৩(শ্রীপুর-মির্জাপুর-পিরুজালী-ভাওয়ালগড়) আসনে নৌকা প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেছেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল বিএ। রবিবার বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা কেওয়া তমির উদ্দিন আলীম মাদ্রাসার বেগম আয়েশো অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন আমি যাকে নৌকা দিব আপনারা তার পক্ষে কাজ করবেন। কে আমাদেরকে মূল্যায়ন করল, আর কে করল না আমরা সেদিকে তাকাব না। আমরা আওয়ামীলীগ করি এবং আওয়ামী পরিবারের সন্তান। নৌকা আমাদের রক্তের সাথে মিশে আছে। নৌকা প্রতীক আপনাদের প্রতীক, তথা শ্রীপুর বাসীর প্রতীক। তাই নৌকাকে বিজয়ী করতে হলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ব হয়ে কাজ করতে হবে। আগামী ৩০ তারিখের নির্বাচনে আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিব।
কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন খান মামুন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, মাওনা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জেড আই জালাল, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুছ ছাত্তার আবুল, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ সফিকুর রহমান সফিক, কৃষকলীগের আহবায়ক কবির হোসেন, শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুছ ছালাম মোল্লা, আরিফুল ইসলাম সরকার ও শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শাওনসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।