গাজীপুরের শ্রীপুরে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার সকালে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টার বাড়ি এলাকায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারিক তাসলিমা মোস্তারী ও অপর দিকে বরমী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারিক আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক তাসলিমা মোস্তারী জানান, স্বাস্থ্যবিধি না মানা, সরকারী আদেশ অমান্য করে গণপরিবহন পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ১২টি মামলায় ৭ হাজার ৯শ’ত টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল মামুন জানান, উপজেলার বরমী বাজারে লকডাউনে দোকানপাট খোলা রাখার অভিযোগে ১৪টি মামলায় ২৮ হাজার ১শ’ত টাকা জরিমানা আদায় করা হয় । এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও তাসলিমা মোস্তারী ।