সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর ও সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই কারখানা শ্রমিক নিহত হয়েছে। গত রোববার রাত পৌনে নয়টায় শ্রীপুরের বেতঝুড়ি এলাকায় ও সোমবার সকাল সাতটায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, রোজিনা খাতুন(৩০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন কালিয়ানীকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি উপজেলার নতুনবাজার এলাকার এসরোটেক্স কারখানার কর্মী ছিলেন। অপরজন হুমায়ূন আহম্মেদ(৩৫) গাজীপুর সদর উপজেলার মনিপুর নয়াপাড়া এলাকার মৃত. মোছলেম উদ্দিনের ছেলে। তিনি হোতাপাড়া এলাকার ফুয়াং কারখানার কর্মী ছিলেন।
মাওনা হাইওয়ে থানা ও নাওজোর হাইওয়ে থানা সূত্রে জানা যায়, রোজিনা খাতুন কারখানায় কাজ শেষে মাধখলা গ্রামে তার ভাড়া বাড়িতে ফিরছিলেন। রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেতঝুড়ি এলাকায় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঐ নারী নিহত হন। অপরজন হুমায়ুন আহম্মেদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকাল ৭টার দিকে বাইসাইকেল যোগে কারখানায় যাচ্ছিলেন।এ সময় হোতাপাড় এলাকায় ফুয়াং কারখানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তার বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার এবং ট্রাকটি আটক করা হয়েছে। উভয়ের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।