১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে আবারও নতুন অতিথি




শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে আবারও নতুন অতিথি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০১৮, ১৩:৫৬ | 705 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার দলে যোগ হলো আরো এক নতুন সদস্য। রোববার সকালে জেব্রার গর্ভে জন্ম নিয়েছে ফুটফুটে ১টি বাচ্চা। এই নিয়ে সাফারি পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ১৩তে।

সাফারি পার্কের বন্যপ্রাণি পরিদর্শক সরোয়ার হোসেন খান জানান, সকালে একটি জেব্রা বাচ্চা প্রসব করে। শুরুতে বাচ্চাটি শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকলেও দিন শেষে এখন সুস্থ আছে। পার্ক প্রতিষ্ঠাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রাগুলো আনা হয়। আনার কয়েক বছরের মধ্যেই একটি জেব্রা বাচ্চা প্রসব করে। তিনি জানান, বাচ্চাটি জন্মের কিছুক্ষন পর থেকেই মায়ের দুধ খাচ্ছে। মা জেব্রা বাচ্চটিকে মুখ দিয়ে কিছুক্ষন পর পর আদর করতেও দেখা গেছে। জেব্রার বাচ্চাটি জন্মের কিছুক্ষন পর থেকে মায়ের সাথে নির্দিষ্ট এলাকায় ঘুরাঘুরি করছে। জন্মের পরপরই এ বিষয়টি নিরাপত্তাজনিত কারনে প্রকাশ করা হয়নি। সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

সাফারি পার্কের অপর বন্যপ্রাণি পরিদর্শক আনিছুর রহমান জানান, পার্কে জন্ম নেওয়া বাচ্চাটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জিরাফ ও জেব্রারা সাফারি পার্কের কোর সাফারি অংশে একই স্থানে থাকে। জিরাফরা এলাকায় থাকা জেব্রার বাচ্চাদের অনেক সময় পা দিয়ে আঘাত করে। সে জন্য জেব্রার দলের অন্য সদস্যরা বাচ্চা ও মা জেব্রাকে নিরাপত্তা দিয়ে থাকে। জেব্রারা তৃণভোজী প্রাণী। সাফারি পর্কের কোর সাফারি অংশে অত্যন্ত প্রাকৃতিক পরিবেশে এদের রাখা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রার বাচ্চা প্রসবের এটা দ্বিতীয় ঘটনা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা ভিনদেশী প্রাণিরা সাফারি পার্কে বিশেষ তত্ত্বাবধানে বেড়ে উঠছে বলেই স্বাভাবিকভাবে বাচ্চা দেওয়ার ঘটনা ঘটছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET