
সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া গ্রামে বজ্রপাতে এক নারী নিহত হয়েছে। রোববার দুপুরে ধলাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে । এ সময় একজন আহত হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত বিলকিস বেগম (৪৩) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের কালু কবিরাজের স্ত্রী। আহত জহিরুল ইসলাম(২০)বিলকিস বেগমের ছেলে।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আব্দুল কাদির জানান, গতরাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিলকিস বেগমের একটি গাছ উপড়ে পরে। রোববার দুপুরের দিকে ছেলেকে নিয়ে ওই গাছের ডালপালা কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই বিলকিস বেগমের মৃত্যু হয়। এঘটনায় তাঁর ছেলে জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছে। আহত জহিরুলকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।