শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে বসত বাড়ী নির্মাণে বাধা দিয়ে বৃদ্ধা নারীসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ১২ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ পশ্চিমপাড়া ছায়াকুঞ্জের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এস.আই খায়রুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় শরীফুল আলম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, কেওয়া পশ্চিম খন্ড এলাকার আ: মোতালেবের পুত্র শরীফুল আলমের সাথে পার্শ্ববর্তী তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার চাঁন মিয়া, নয়ন মিয়া ও তুতু মিয়াগংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমির বিরোধ মিমাংসার জন্য শরীফুল আলম স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার অভিযোগ করলে গ্রাম আদালত তাদের পক্ষে রায় দেন। সোমবার সকালে শরীফুল আলমের পিতা তাদের জমিতে বাড়ীঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ চাঁন মিয়ার পুত্র নয়ন মিয়ার নেতৃত্বে ১০/১৫জনের একদল ভাড়াটে বাড়ী নির্মাণে বাধা দিয়ে হামলা চালায়। হামলাকারীরা নবনির্মিত বাড়ীর পিলার ও টিন ইত্যাদি মালমাল ভাংচুর করে নগদ টাকাসহ স্বর্নালংকার নিয়ে যায়। এসময় তাদেরকে বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় শরীফুল আলমের মা রওশন আরা বেগম, ভাই সিদ্দিকুর রহমান ও ভাবী দেলোয়ারা বেগম গুরুতর আহত হয়। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত দেলোয়ারা বেগমকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে অভিযুক্ত চাঁন মিয়ার পুত্র নয়ন মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিটি আমরা ভোগদখল করে আসছি। তারা জমি দাবী করে বাড়ী নির্মাণ করলে আমরা বাধা দেই। হামলা ভাংচুরের ঘটনাটি সঠিক না।
শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।