
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকায় ডিস সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বৃহস্পতিবার রাতে এক যুবক মারা যায় ।
নিহত নজরুল ইসলাম নুরী (৪০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
ইউপি সদস্য মমিনুল কাদের জানান, গলদাপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকায় ডিস সংযোগের ব্যবসা করতো নজরুল। বুধবার বিকেলে ডিস সংযোগ মেরামতের কাজ করছিলো। বৈদ্যুতিক তারের উপর দিয়ে ডিস তার ছুঁড়ে দিলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে আহতবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ৭মাস বয়সী এক মেয়ে ও ১০বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।