গাজীপুরের শ্রীপুরে কঠোর লকডাউনে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে দোকান পাট খোল রাখা ও স্বাস্থ্য বিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাওনা চৌরাস্তার বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারিক মোঃ তরিকুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্যবিধি না মানা, সরকারী আদেশ অমান্য করে দোকান-পাটা খোলা রাখায় ৫টি মামলায় ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও ।
এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল মামুন, নামজারি সহকারী আল-আমিন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
Please follow and like us: