গাজীপুরের শ্রীপুরে ৩টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩০মে) বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারিক তাসলিমা মোস্তারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে,মাওনা চৌরাস্তা এলাকার ড্রীম হেভেন রেস্টুরেন্টকে ১০ হাজার, নিউ রাজধানী রেস্টুরেন্টকে ১০ হাজার এবং চাঁদপুর হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মোস্তারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ভবিষৎ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ-আল মামুন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।