
গাজীপুরের শ্রীপুরে কঠোর লকডাউনে সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে দোকান পাট খোল রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়।
শনিবার সকালে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারিক আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক আব্দুল্লাহ আল মামুন জানান, স্বাস্থ্যবিধি না মানা, সরকারী আদেশ অমান্য করে দোকান-পাটা খোলা রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৫টি মামলায় ৭ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আব্দুল্লাহ আল মামুন ।