৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০১৮, ১৮:০৪ | 725 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা বিলবোর্ড সাইনবোর্ড রাস্তার পাশে ভাসমান দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। শ্রীপুর উপজেলাকে সবুজ ও পরিষ্কার রাখতে দিনভর এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ৫ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সোহলে রানা।
এসময় উপস্থিত ছিলেন মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার,উপজেলা ভূমি অফিসের কর্মচারীরাসহ আনসার ও পুলিশ সদস্যরা ।
সহকারি কমিশনার (ভূমি) সোহেল রানা বলেন, ‘সবুজ শ্রীপুর’ ‘পরিষ্কার শ্রীপুর’ এই ভিশনকে সামনে রেখে দিনভর সরকারি স্থাপনা থেকে ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। মাওনা চৌরাস্তা উঁড়াল সেতুর উপরে ও মহাসড়কের পাশে থাকা প্রায় দুই শতাধিক ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়। তিনি আরো বলেন, ফুটপাত দিয়ে সাধারণ মানুষের চলাচল নির্বিঘœ করতে ঢাকা-ময়মসনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় সড়কের পাশে ফুটপাতে থাকা প্রায় ২০টির মত দোকানপাট উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET