
সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে এক লিটার চুলাই মদসহ পুলিশের সোর্সকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে শ্রীপুর থানা পুলিশ গণধোলাইয়ের শিকার সোর্সকে আটক করে থানায় নিয়ে আসে।
গতকাল সোমবার(১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত সোর্স তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ফজলুল হকের ছেলে সুমন মিয়া (২৪)।
স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন নিরীহ লোকদেরকে মাদকসেবী বানিয়ে পুলিশে দিয়ে টাকা আদায়সহ এলাকায় পুলিশের নাম ভাংগিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করছিল। শ্রীপুর থানার এস.আই জাকির হোসেন জানান, স্থানীয় লোকজন গণধোলাই দিয়ে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।