গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের দোখলা গ্রামের লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেলা দেড়টার দিকে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত শাহরিয়ার (১৯) নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাইকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের লিচুবাগান এলাকার আ: হাইয়ের বাড়িতে মায়ের সাথে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট টেক্সটাইলে চাকুরী করতো। অভিযুক্ত নিহতের মামা রনি (২০) এবং একই এলাকার হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে রনির সঙ্গে তাঁর ভাগ্নে শাহরিয়ারের কথা কাটাকাটি হয়। এ সময় শাহরিয়ার ঘর থেকে বাইরে চলে যান। রনিও তখন দৌড়ে বাইরে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে রনি ধারালো ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। স্বজনরা উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ইমা জানান, ওই যুবককে মৃত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তার বুকে ক্ষত চিহ্ন রয়েছে। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। সরেজমিনে তদন্ত করে হাত্যার কারণ জানতে কাজ করছি। নিহতের মামা রনি পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।