সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সেমাবার ভোর ৬টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের তত্বাবধানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত স্মৃতিসৌধ-৭১ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার, শ্রীপুর পৌরসভার পক্ষে মেয়র আনিছুর রহমান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষে ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষে নূরুন্নবী আকন্দ, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির পক্ষে উপদেষ্টা আলমগীর হোসেন ও সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, শ্রীপুর ট্যুরিষ্ট যুব উন্নয়ন সমিতির পক্ষে সভাপতি জুবায়ের আহমেদ ও হিযবুল বাহারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যাক্তিবর্গরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ ক্যাম্পাসের গণকবরেও আলাদাভাবে পুষ্পার্ঘ্য দেয়া হয়। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ দিনটি উপলক্ষ্যে আলোচনাসভা ও শহীদদের স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করে। অধ্যক্ষ নূরুন্নবী আকন্দ কলেজের অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন।
শ্রীপুর পৌর এলাকার মাধখলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ও উদ্বোধক শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান।