
সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুর পৌরসভার মধ্যবাজার এলাকায় ৭ফেব্রুয়ারি বুধবার বিকেলে গাছ থেকে পড়ে জহিরুল ইসলাম (৩৫) নামের এক যুবক মারা গেছেন। জহিরুল উপজেলার বাউনি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
নিহত জহিরুলের স্বজনদের ভাষ্যমতে, শ্রীপুর বাজারে আগামী ১০ ফেব্রুয়ারী হতে শুরু হতে যাওয়া হযরত এনায়েত উল্লাহ শাহ্ সাহেবের আস্তানার ওরসের আগত মেহমানদের খাবার তৈরীর লক্ষ্যে লাকড়ি সংগ্রহের জন্য উক্ত মাজার কমিটির সভাপতি শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তাজ উদ্দিন জহিরুল ইসলাম নামের এক দিনমুজুরকে দুপুরের দিকে গাছ থেকে লাকড়ি সংগ্রহের জন্য কাজে লাগান। পরে বিকেলের দিকে লাকড়ি সংগ্রহের সময় গাছ থেকে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এবিষয়ে শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর তাজউদ্দিন যুবককে লাকড়ি সংগ্রহের জন্য গাছে উঠানোর বিষয়ে অস্বীকার করে জানান, মাঝে মধ্যে এ যুবক তার নিজ উদ্দ্যোগে গাছ থেকে লাকড়ি সংগ্রহ করত। আজো সে লাকড়ি সংগ্রহের জন্য গাছে উঠে, পরে সেখান থেকে পড়ে মারা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত সংবাদ পাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।