সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে বরামা গ্রামে এক শিশু শিক্ষার্থীকে দোকানে ডেকে নিয়ে উত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে এক মুদি দোকানদারের নামে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
অভিযুক্ত আব্দুল আউয়াল ওরফে আউয়াল ক্বারী(৪৫) বরামা গ্রামের আব্দুল সাদির মিয়ার ছেলে। তিনি বরামা মাদ্রাসা সংলগ্ন এলাকার মুদি ব্যবসায়ী।
শিশুটির পরিবারের অভিযোগ, গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার শিশুকন্যাকে অভিযুক্ত আব্দুল আউয়াল চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে দ্রুত কাপড় পরিয়ে চকলেট হাতে দিয়ে দোকান থেকে বের করে দেয়। শিশুটি বাড়িতে ফিরে তার মা’কে ঘটনা জানায়। এ দিকে শিশুর বাবা এ ঘটনা জানতে পেরে এলাকার লোকজনকে ঘটনা জানান। সোমবার সকালে স্থানীয়রা দোকানদারকে ধাওয়া করলে সে দোকান ছেড়ে পালিয়ে যায়। পরে শিশুর দিনমজুর বাবা অভিযুক্তের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।