
গাজীপুরের শ্রীপুরে লড়ি-অটোরিক্সার সংঘর্ষে অটোচালক নিহত হয়েছে। এঘটনায় অপর দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার মাওনা-গফরগাঁও আঞ্চলিক মহাসড়কের সোহাদিয়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৩৮) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার তারাকান্দি গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামে বসবাস করতেন ।
শ্রীপুর থানার উপ পরিদর্শক এসআই প্রদীপ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে অটোরিক্সাটি যাত্রী নিয়ে বরমী থেকে মাওনা দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কের সোহাদিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক রফিকুলসহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রফিকুল ইসলাম মারা যান। চালক পালিয়েছে ঘাতক লড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us: