২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় যুবদল নেতা নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৯ ২০২৩, ১৮:৫৫ | 676 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত হয়েছে। সোমবার ভোরে শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকার আসওয়াদ নিট কম্পোজিট ফ্যাক্টরীর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরেক আরোহী আহত হয়েছে।

 

নিহত গোলজার হোসেন মোল্লা(৩৫) গাজীপুর সদরের ভবানীপুর নয়াপাড়া এলাকার মকবুল হোসেন মোল্লার ছেলে। সে গাজীপুর সদর এলাকার ভাওয়ালগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত গোলজার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বন্ধুর মোটরসাইকেলে চেপে রওয়ানা দেয়। বেড়াইদের চালা এলাকার আসওয়াদ কম্পোজিট নিট ওয়ারের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পায়। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে এলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন এসআইকে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET