১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুরে সাংবাদিককে হুমকি! থানায় অভিযোগ দায়ের

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৫ ২০১৮, ১৮:৪৯ | 705 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ে বন্ধে তথ্য চাইতে গেলে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উজিলাব গ্রামের শাহজাহান কবিরের ছেলে গাজীপুর জেলা মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবর বাংলাদেশে এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এর উপর হুমকী প্রদানের ঘটনা ঘটেছে।
রোববার(২৫মার্চ) সকালে জহিরুল ইসলাম বাদী হয়ে কবির হোসেন (৪০) পিতা-মৃত আঃ বারেক, ছাদেক(৩৫) পিতা-মৃত ছব্বত আলী, আব্দুল বাতেন (৪৫), নজরুল ইসলাম (৪৮), ওমর ফারুক (৪০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ড উজিলাব গ্রামের একটি বাল্য বিয়েতে বাধা দেয় এবং কাজীর কাছে বাল্য বিয়ের তথ্য জানতে চাওয়ায় ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দেয়। এলাকার স্থানীয় কিছু বখাটে ফোনে ও বাড়িতে গিয়ে পরিবারের লোকদের হুমকি দিচ্ছে। এতে ওই সংবাদকর্মী পরিবার নিয়ে আশঙ্কায় দিন পার করছে। কাজীর কাছে বাল্য বিয়ের তথ্য জানতে চাওয়াই তার অপরাধ। স্থানীয় নেতা কর্মীরা ফোনে ও বাড়িতে পরিবারদের হুমকি দিচ্ছে। যা রীতিমতো আশঙ্কাজনক। বিয়ের কাজী নূরুল ইসলাম (নূরু) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাল্য বিয়ের ঘটনার সত্যতা শিকার করে বলেন,মেয়ে রাজী তাই বিয়ে করিয়ে দিয়েছি বলে ফোন রেখে দেন।পরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার এসআই মোঃ কায়সার আহমেদ জানান, মোবাইল ফোনের রেকর্ড শুনে হুমকী প্রদানের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে এস এম জহিরুল ইসলাম কে নিরাপত্তা প্রদানসহ হুমকীর ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET