
সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ে বন্ধে তথ্য চাইতে গেলে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উজিলাব গ্রামের শাহজাহান কবিরের ছেলে গাজীপুর জেলা মানবাধিকারের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক খবর বাংলাদেশে এর শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম এর উপর হুমকী প্রদানের ঘটনা ঘটেছে।
রোববার(২৫মার্চ) সকালে জহিরুল ইসলাম বাদী হয়ে কবির হোসেন (৪০) পিতা-মৃত আঃ বারেক, ছাদেক(৩৫) পিতা-মৃত ছব্বত আলী, আব্দুল বাতেন (৪৫), নজরুল ইসলাম (৪৮), ওমর ফারুক (৪০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌর এলাকার ৬নং ওয়ার্ড উজিলাব গ্রামের একটি বাল্য বিয়েতে বাধা দেয় এবং কাজীর কাছে বাল্য বিয়ের তথ্য জানতে চাওয়ায় ওই সংবাদকর্মীকে প্রাণনাশের হুমকি দেয়। এলাকার স্থানীয় কিছু বখাটে ফোনে ও বাড়িতে গিয়ে পরিবারের লোকদের হুমকি দিচ্ছে। এতে ওই সংবাদকর্মী পরিবার নিয়ে আশঙ্কায় দিন পার করছে। কাজীর কাছে বাল্য বিয়ের তথ্য জানতে চাওয়াই তার অপরাধ। স্থানীয় নেতা কর্মীরা ফোনে ও বাড়িতে পরিবারদের হুমকি দিচ্ছে। যা রীতিমতো আশঙ্কাজনক। বিয়ের কাজী নূরুল ইসলাম (নূরু) সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাল্য বিয়ের ঘটনার সত্যতা শিকার করে বলেন,মেয়ে রাজী তাই বিয়ে করিয়ে দিয়েছি বলে ফোন রেখে দেন।পরে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার এসআই মোঃ কায়সার আহমেদ জানান, মোবাইল ফোনের রেকর্ড শুনে হুমকী প্রদানের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে এস এম জহিরুল ইসলাম কে নিরাপত্তা প্রদানসহ হুমকীর ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।