গাজীপুরের শ্রীপুরে মায়ের সাথে অভিমান করে আলিশা নুসরাত কণা (১৪) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২৯ মে) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত কিশোরী উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। সে একই গ্রামের যোগীরসিট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের বড় ভাই পাপন মিয়া জানায়, সকাল ১০ টার দিকে স্কুলে ছবি জমা দেয়ার জন্য যায়। ছবি রঙিন হওয়ায় স্কুল শিক্ষক তার ছবি জমা নেয় নি। এতে ক্ষিপ্ত হয়ে বাড়িতে গিয়ে মায়ের সাথে তর্কে জড়িয়ে পড়ে। তর্ক শেষে একপর্যায়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ঘরের আড়াঁর সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর নুসরাতের এক বান্ধবী এসে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা টিনসেডের ঘর কেটে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।