
সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকায় শনিবার ভোর ৬টার দিকে গাড়ি চাপায় আমজাদ আলী (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামে। মেয়ে সুমা আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এমসিবাজার এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তারা। নিহতের পরিবার সূত্র জানায়, সুমা আক্তার এমসিবাজার এলাকার সাদ-সান টেক্সটাইলে চাকরি করেন। শনিবার ভোট ৬টার দিকে বাবা তার মেয়েকে কারখানার ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। ফেরার পথে ময়মনসিংহগামী একটি মুরগিবাহী গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) হরিদাস পাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি থানা হেফাজতে আছে। চালককে আটক করা সম্ভব হয়নি।