সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালকের সহকারী নিহত । গত রোববার রাত পৌনে ১২টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকার অটো স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ মিয়া(২০)জামালপুর সদরের যোগিরকোপা গ্রামের আজিম উদ্দিনের ছেলে ।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, গত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার সময় গাড়ি চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ের পুলিশ লাশ উদ্ধার করেছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত নিহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। ঘাতক গাড়ি বা গাড়ি চালক কাউকেই আটক করা যায়নি।