
গাজীপুরের শ্রীপুরে ১২০ বোতল বিদেশী মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৯ নভেম্বর) দুপুরে সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মইষ্ঠাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মৃত পলু শেখের ছেলে হাসিবুল শেখ (২২) ও একই এলাকার বিদ্যুৎ চন্দ্র সাহার ছেলে প্রদীপ সাহা (২১)।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় গাজীপুর ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিয়ার আলী বিশ^বিদ্যালয় কলেজের অপজিটে মইষ্ঠাপাড়া এলাকায় মাদকের একটি বড় চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে সাথে সাথেই গাজীপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই আমজাদ ও এসআই আলমগীর কবিরের নেতৃত্বে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রেফতার আসামী হাসিবুল শেখের বসত ঘরের ভেতর থেকে বিভিন্ন কোম্পানীর ১২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬লাখ টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।