শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাতিলের আদেশ স্থগিত করে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জামিল হাসান দুর্জয়ের প্রার্থীতা বহাল রেখেছে হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি আক্তারুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। জামিল হাসান দুর্জয়ের পক্ষের আইনজীবী বাংলাদেশ সুপ্রীমকোর্টের ব্যারিষ্টার এম আশরাফ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহন করতে দিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে রুল জারী করেছে হাইকোর্টের বেঞ্চ। ফলে আগামী ২১মে শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামিল হাসান দুর্জয় (ঘোড়া প্রতীক), আব্দুল জলিল বিএ (আনারস প্রতীক) ও সাখাওয়াত হোসেন শামীম (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এদিকে রোববার রাত বারোটারপর বন্ধ হচ্ছে নির্বাচনী সকল প্রচার-প্রচারণা।
উল্লেখ্য গত ১৫মে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জামিল হাসান দুর্জয়ের প্রার্থীতা বাতিল করেন নির্বাচন কমিশন। এই আদেশের বিরুদ্ধে জামিল হাসান দুর্জয় হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করলে রোববার শুনানী শেষে হাইকোর্ট বেঞ্জ এই আদেশ দেন। ফলে নির্বাচনে অংশ গ্রহন করার ক্ষেত্রে আর কোন বাঁধা নেই জামিল হাসান দুর্জয়ের।