
কেউ রাস্তা ও ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্ন কর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শ্রীপুরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে কয়েক দিন ধরে শ্রীপুরের মাওনা এলাকায় উত্তেজনা আর পুলিশের সঙ্গে ছাত্র-জনতার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাস্তায় পড়ে ছিল ইটের টুকরা, অর্ধপোড়া কাঠ-টায়ার। যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনায় ভরা শহরের রাস্তা এবার পরিষ্কার করতে ঝাড়ু হাতে নেমেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা।
বুধবার সকাল থেকে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা পরিস্কার পরিছন্ন কাজে অংশগ্রহন করে। তাদের সাথে যুক্ত হয়েছেন অনেক সচেতন মানুষও।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে মাওনা চৌরাস্তা এলাকায় শতশত রাস্তা পরিষ্কারের কাজ করছেন। কেউ কেউ ময়লা-আবর্জনা কুড়িয়ে কালো ও সাদা রঙের বড় আকারের কিছু বস্তায় ঢোকাচ্ছেন। আবার কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবালু পরিষ্কার করছেন। সবার হাতেই গ্লাভস, মুখে মাস্ক ছিল। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে সকাল থেকে মাঠে নামে ছাত্ররা। স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার দায়িত্ব পালন করেন। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন। একইসঙ্গে তাদের প্রশংসা করেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের প্রশংসায় ভাসান অনেকে। কয়েক জায়গায় স্থানীয় লোকজন ও পথচারী তাদের খাবার ও পানি দিয়ে ভালবাসা প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান, রাস্তাগুলো অপরিচ্ছন্ন ও নোংরা থাকায় দৃষ্টিকটু লাগছে। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তদের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা রাস্তা পরিষ্কারে নেমেছেন। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে তাঁরা কিছু এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
তারা আরোও জানায় স্বেচ্ছায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। একটা সুন্দর ও পরিচ্ছন্ন দেশ উপহার দিতে চাই। যেহেতু এখন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই, তাই আমরা নিজ উদ্যোগে ট্রাফিক পুলিশের কাজ করছি। আমরা চাই আমাদের এ কাজ দেখে একটি সুন্দর পরিচ্ছন্ন সোনার বাংলা গড়তে সবাই এগিয়ে আসুক।