২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শিরোনামঃ-




শ্রীপুর প্রেসক্লাবের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০১৮, ১৬:২৭ | 683 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাইফুল আলম সুমন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুর প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন সংগঠনের সদস্যরা। টানা এক দশক দায়িত্ব পালন করে আসা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ নুরুন্নবী আকন্দ (দৈনিক যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক (মাই টিভি) পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন।
(১৫ জানুয়ারী) সোমবার রাতে ঐতিহ্যবাহী শ্রীপুর প্রেস ক্লাবে নেতৃত্ব নির্বাচনে এক সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটির সদস্যরা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য ১৭ জন।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সংবাদকর্মীরা তাদের কাছে আরও সাংবাদিকবান্ধব ও সংগঠনের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এক দশক দায়িত্ব পালনের পর পুনরায় একই পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ায় সংগঠনের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুল মালেক।

তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির আধিপত্যের যুগে সাংবাদিকতার আমূল পরিবর্তন এসেছে। নতুন করে দায়িত্বপালনের সুযোগ পাওয়ায় আমাদের প্রধানতম অগ্রাধিকার সংবাদকর্মীদের সেই স্রোতের সঙ্গে খাপখাইয়ে নেওয়া। যাতে আমরা সাংবাদিকতার মূলস্রোত থেকে ছিটকে না পড়ি।’

দীর্ঘদিন সাংবাদিকদের কল্যাণে যেভাবে কাজ করেছি, বিপদে পাশে থেকেছি-তা অব্যাহত রাখব। প্রেস ক্লাবের উন্নয়নে আরও নতুন পদক্ষেপ আমরা নেব-যাতে এখানকার সাংবাদিকতা এগিয়ে যায়, এবং গণমাধ্যমকর্মীদের সক্রিয়তায় শ্রীপুর আরও উন্নত ও সম্বৃদ্ধ জনপদে পরিণত হয়।

পরে সভায় প্রয়াত সাংবাদিক “দৈনিক বাংলাদেশ সময়ের” শ্রীপুর প্রতিনিধি ইশতিয়াক আহমেদ মিঠু’র স্মরণে আলোচনা এবং শোক প্রস্তাব গৃহীত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

 

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET