নয়া আলো- গত শনিবার মৌলভীবাজার জেলার, শ্রীমঙ্গল থানার ভৈরবগঞ্জবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তামিম আদনান (১৬),ও রিমন আলম মাহবুব(১৬) দুপুর ১:৩০মিনিটের সময় ছুরিকাঘাতে আহত হয়। তামিম আদনান (১৬) মাইজদিহি,ভৈরবগঞ্জ গ্রামের আব্দাল মিয়ার ছেলে ও রিমন আলম মাহবুব (১৬) একই গ্রামের আব্দুস সোবহান এর ছেলে। তাদের সহপাঠীরা জানায়,একই ক্লাসের সঞ্জিত রায়ের ছেলে ছাত্র শুভ রায়(১৬) শিক্ষকের সাথে আপত্তিকর আচরণ করে। তার জের ধরে রিমন ও তামিম শুভর বিরুদ্ধে স্যারকে অভিযোগ করে, ফলে শুভ তাদের ওপর ক্ষেপে যায়। পরে, শুভ টিফিন পিরিয়ডে তামিম ও রিমন কে ক্লাসের বাইরে নিয়ে যায়। সেখানে তর্ক বিতর্কের এক পর্যায়ে শুভ প্রথমে রিমনের উপর ছুরিকাঘাত চালায় এবং তামিম, রিমন কে বাঁচাতে এলে ওকেও আহত করে। বর্তমানে ওরা দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘনিষ্ট সূত্রে জানা যায়,শুভ প্রায়ই স্কুলে সন্ত্রাসী কার্যকলাপ চালায় ও অস্ত্র বহন করে ছাত্র-ছাত্রীদের ভয় ভীতি দেখায়।